মানবদেহের পঞ্চইন্দ্রিয়ের মধ্যে কান অন্যতম। কান শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কান দ্বারা আমরা শুনতে পাই। জন্মের পর থেকে আমরা চারপাশের মানুষদের কথা বলা শুনতে শুনতেই একসময় কথা বলতে শিখি। এর জন্য আমাদের কোন নির্দিষ্ট ভাষার ব্যাকরণ বই পড়তে হয় না। কান না থাকলে আমরা কোন কিছুই শুনতে পেতাম না এবং আমাদের কথা বলা শেখাও সম্ভব হত না কোনদিন। আর আমাদের দৈনন্দিন জীবনে কোন কিছু শ্রবণের গুরুত্বের কথাটা সকলেরই জানা। কান বা শ্রবণশক্তিবিহীন একটি পৃথিবী কল্পনা করতে পারবেন? যেখানে কৃষ্ণের বাঁশির সুর হত মূল্যহীন, হেডফোন নামের বস্তুটি হত হয়ত কোন রূপকথার গল্পের কোন আশ্চর্যজনক উপাদান! আসলে শ্রবণশক্তিবিহীন কোন পৃথিবীর কথা কল্পনা করতেও আমাদের গা শিউরে ওঠে। আমরা কেউই চাই না বধির হয়ে বেঁচে থাকতে। শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটিকে সুস্থ রাখার গুরুত্বটাও তাই অনেক বেশি। তাই কানের যত্নে কোনো অবহেলা নয়। নিয়মিত এর যত্ন নেওয়া খুবই জরুরী।
কানের যত্নের কথা বলতে গেলে প্রথমেই আসে এর পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিচর্যার ব্যাপারটি। তাই নিম্নে কানের পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিচর্যার ব্যাপারে কতগুলো গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হলঃ
কখন কান পরিষ্কার করবেন?
বিশেষজ্ঞরা মনে করেন, গোসলের পরই হচ্ছে কান পরিষ্কারের সবচেয়ে উপযুক্ত সময়। কারণ তখন কানের ভেতরের অংশে পানি ঢোকার কারণে ভেতরের ময়লাগুলো একটু ভেজা ভেজা থাকে। এতে সহজে ময়লা বের হয়ে আসে। কান সপ্তাহে একদিন পরিষ্কার করাটাই যথেষ্ট। প্রতিদিন কান পরিষ্কার করাটা ক্ষতিকর।
শিশুদের ক্ষেত্রে ১৫ দিন বা এক মাস পর পর কানে জলপাই তেল দেওয়া যেতে পারে৷ তবে শিশুর কান পাকার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷ বড়দের কানে ময়লা জমার তেমন কোনো কারণ নেই৷ তবে বারবার কানে বেশি বেশি ময়লা জমলে নাক-কান-গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হোন৷
চলবে..............................
No comments:
Post a Comment