Sunday, January 29, 2017

কানঃ সাধারণ অঙ্গটি নিয়ে অসাধারণ যতকথা। পার্টঃ ২। #DrShahbubAlamTips

কান পরিষ্কারে তেলের ব্যবহারঃ

রাতে শোবার আগে কানে কয়েক ফোঁটা অলিভ অয়েল বা জলপাইয়ের তেল ব্যাবহার করতে পারেন। এতে ময়লা গুলো নরম হয়ে যাবে। ফলে কান পরিষ্কার করতে সুবিধা হবে।

জলপাই তেল ব্যবহারের নিয়মঃ
প্রতি কানে ৮-১০ ফোঁটা জলপাই তেল দিতে হবে৷
* কানে তেল দেওয়ার পরে সেটি ফেরত আসলে বাইরে থেকে তুলা দিয়ে মুছে দিতে হবে৷
* একই সঙ্গে দুই কানে জলপাই তেল ব্যবহারেও কোনো সমস্যা নেই৷

কটন বাডের ব্যবহারঃ
 
অনেকেই কান পরিষ্কার করতে কটন বাড ব্যবহার করে থাকেন। এর যথাযথ ব্যবহারে কান পরিষ্কারের কাজটি ভালোভাবে সম্ভব মনে হলেও এর কিছু ক্ষতিকর দিক রয়েছে। কটন বাড ব্যবহারকারীদের প্রাকৃতিকভাবে কান পরিষ্কার হওয়ার পদ্ধতিটি বাধাগ্রস্ত হয়৷ কানে কোনো কারণে অস্বস্তিকর অনুভূতি হলে অনেকেই কটন বাডের সাহায্যে কান পরিষ্কার করাটাকে তার যথার্থ সমাধান মনে করেন৷ কিন্তু এটি একটি ভুল ধারণা; বরং কটন বাড দিয়ে কান চুলকালে কানের সমস্যা হতে পারে৷ এ প্রসঙ্গে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক-কান-গলা বিভাগের অধ্যাপক বেলায়েত হোসেন সিদ্দিকী৷ তিনি বলেন, প্রাকৃতিকভাবেই কানের নিজস্ব কিছু প্রক্রিয়া রয়েছে, যার মাধ্যমে কান পরিষ্কার হয়৷ তাই কোনো কারণে কানে কোনো সমস্যা হলেও কটন বাড দিয়ে কান পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই৷
যাই হোক, কটন বাড ব্যবহারে নিম্নোক্ত সাবধানতাগুলো অবলম্বন করা একান্ত জরুরীঃ-

* কয়েক দিন আগে খুলে রাখা প্যাকেট থেকে কটন বাড বের করে নিয়ে ব্যবহার করা বেশ ঝুঁকিপূর্ণ৷ আমাদের দেশে আর্দ্রতার প্রভাবে প্যাকেট খুলে রাখা কটন বাডে ছত্রাক জন্মায়, সেটি কানে ব্যবহার করলে কানে ছত্রাকের সংক্রমণ হতে পারে৷

* কান পরিষ্কার করার সময় কোনো কারণে হঠাৎ চমকে উঠলে অসতর্কতাবশত কানে কটন বাডের আঘাত লাগতে পারে৷

* কটন বাড দিয়ে কান অহেতুক খোঁচাখুঁচির ফলে কানে আঘাত লাগতে পারে নিজের অজান্তেই, এমনকি ছিঁড়ে যেতে পারে কানের পর্দাও৷

* যদি কানের কোনো অসুখের কারণে কান চুলকায়, তাহলে কটন বাড ব্যবহারের কারণে অসুখের মাত্রা বেড়েও যেতে পারে৷
 
 
 চলবে....................................

No comments:

Post a Comment